IPL 2020, KXIP vs RCB Live Streaming

রবিবার আইপিএলে (IPL 2020) হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে চলেছে পঞ্জাব সুপার কিংস (Kings XI Punjab) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। চলতি লিগে এখনও পর্যন্ত দুই ম্যাচ খেল ১টি ম্যাচে জিতেছে কিংস ইলেভেন পঞ্জাব। আরসিবি-র বিরুদ্ধে শেষ ম্যাচে আইপিএলের ইতিহাসের ভারতীয়দের মধ্য়ে সর্বোচ্চ ১৩২ রান করে জয় এনে দিয়েছেন কেএল রাহুল। অন্যদিকে তাদের প্রথম ম্যাচে রাজস্থান চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিয়েছে। ১৩ তম আইপিএলে এখনও পর্যন্ত দুশোর বেশি রান হাঁকানো দুই দল আজ মুখোমুখি হতে চলেছে। শারজা ক্রিকেট স্টেডিয়ামে হবে এই ম্যাচ।

অতিরিক্ত কোয়ারান্টিন সময়কালের কারণে রাজস্থানের প্রথম ম্যাচে পাওয়া যায়নি জোস বাটলারকে। আজকের ম্যাচে তিনি খেলবেন বলে মনে করা হচ্ছে। তাই বসে হতে পারে ডেভিড মিলারকে। শারজায় আইপিএল ২০২০-এর নবম ম্যাচটি মারাত্মক সংঘাত হতে পারে কারণ কেএল রাহুলের নেতৃত্বাধীন পঞ্জাবের কাছে যা কিছু থাকা দরকার সবটাই রয়েছে। গত ম্যাচে আরসিবি-কে তারা সব বিভাগেই টেক্কা দিয়েছে। অধিনায়ক কেএল রাহুল সেঞ্চুরি করেছেন। অন্যদিকে রাজস্থান রয়্যালস সঞ্জু স্যামসন এবং স্টিভ স্মিথের দুর্দান্ত অর্ধ শতরানে ভর করে চেন্নাই সুপার কিংসকে হারিয়েছিল। সর্বোপরি তাদের কাছে জোফরা আর্চার, শ্রেয়স গোপাল এবং রাহুল তেওয়াতিয়া রয়েছেন।

পঞ্জাব সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচটি কখন আছে?

পঞ্জাব সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ ২৭ সেপ্টেম্বর, রবিবার হবে।

পঞ্জাব সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস খেলা কোথায় হবে?

পঞ্জাব সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ শারজা ক্রিকেট স্টেডিয়ামে হবে।

পঞ্জাব সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ কখন শুরু হবে?

পঞ্জাব সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু। টস হবে ৭টায়।

পঞ্জাব সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ টিভি চ্যানেলগুলিতে সরাসরি সম্প্রচার হবে?

পঞ্জাব সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচটি স্টার স্পোর্টস নেটওয়ার্ক সরাসরি সম্প্রচার করবে। স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ২, স্টার স্পোর্টস ১ সিলেক্ট ছাড়াও এইচডি চ্যানেলগুলিতে দেখা যাবে। এছাড়াও হিন্দি ধারাভাষ্য শোনা যাবে স্টার স্পোর্টস ১ হিন্দি, স্টার স্পোর্টস ১ হিন্দি এইচডি। আঞ্চলিক ভাষাতেও ধারাভাষ্য শোনা যাবে। স্টার স্পোর্টস ১ তামিল, স্টার স্পোর্টস ১ তেলেগু, স্টার স্পোর্টস ১ কন্নড়, স্টার স্পোর্টস ১ বাংলা চ্যানেলে।

পঞ্জাব সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ লাইভ স্ট্রিমিং কীভাবে দেখব?

লাইভ স্ট্রিমিং দেখা যাবে Disney+ Hotstar -এ।